দক্ষ হন,
ক্যারিয়ার গড়ুন!

বর্তমান প্রজন্মকে উদ্ভাবনী গবেষণায় দক্ষ করতে রয়েছে ইলেকট্রনিক্স, রোবটিক্স, প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট , সাইবার  সিকিউরিটি ইত্যাদি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স। অভিজ্ঞ ইন্ডাস্ট্রি-এক্সপার্টদের সাথে প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম ও লাইভ কোর্সগুলো আপনার সফল ক্যারিয়ার গড়তে সাহায্য করবে!

আমাদের গল্প

প্রযুক্তি খাতে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে, চাহিদা পূরণে অনেকটা পরনির্ভরশীল। নিজেরা স্বনির্ভর হওয়ার পাশাপাশি অন্যকে উদ্বুদ্ধ করার এমন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে পাই ল্যাবস বাংলাদেশ লিঃ। যখন আমদানি নির্ভর প্রযুক্তি দিয়ে দেশের চাহিদা মেটানো হচ্ছে, তখন পাই ল্যাবস বাংলাদেশ লিঃ তার নিজস্ব দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত দ্রব্য ও সেবা সরবরাহ করছে অন্যরকম বাংলাদেশ গড়তে। এর মধ্যে রয়েছে বাংলাদেশে তৈরি সর্বপ্রথম ডিজিটাল কার পার্কিং সিস্টেম, ডিজিটাল বিল বোর্ড, বিজ্ঞানবাক্স, ভেইকেল ট্র্যাকিং সিস্টেম, প্রোডাকশন লাইন মনিটরিং সিস্টেম সহ ইত্যাদি আরও অনেক কাষ্টমাইজড প্রোজেক্ট।

নতুন উদ্ভাবন কার্যক্রমের পাশাপাশি উদ্যোগ নেওয়া হয় দেশের বর্তমান প্রজন্মকে জনসম্পদে রূপান্তর করতে। এভাবেই শুরু হয় পাই ল্যাবস একাডেমি‘র কার্যক্রম, যেখানে অভিজ্ঞ এক্সপার্টদের সাথে নিয়ে দীর্ঘ ১০ বছরের বেশি সময়ে ২৫০০+ শিক্ষার্থীর ভালোবাসা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। Pi Labs Academy মনে করে হাতে কলমে প্রশিক্ষণ বাংলাদেশকে পরনির্ভরশীলতা থেকে বের করে আনবে।

লার্নাররা আমাদের সম্পর্কে কি বলছেন

২৫০০+ রেজিস্টার্ড শিক্ষার্থী পাই ল্যাবস একাডেমি কে তাদের লার্নিং পার্টনার হিসেবে বেছে নিয়েছেন

আমাদের ঠিকানা