সলিডওয়ার্কস (SolidWorks) কি?
সলিডওয়ার্কস একটি CAD সফটওয়্যার। যা Computer Aided Design এর সংক্ষিপ্ত রূপ। আমরা সাধারণত আঁকাআকি কাজটি কাগজ-কলমে করে অভ্যস্থ। কিন্তু একই কাজটি যখন আমরা Keyboard, Mouse অথবা Drawing Tablet ব্যবহার করে কম্পিউটারে করছি, তখন তাকে আমরা Computer Aided Design বলে থাকি। আর যে বিশেষ সফওয়্যার ব্যবহার করে এই কাজটি করা সম্ভব হয়, তাকে সংক্ষেপে CAD Software বলা হয়। অর্থগত দিক থেকে, এই ধরণের ডিজাইনিং এর কাজে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অনেক সফটওয়্যার রয়েছে। যেমনঃ Paint, Illustrator, PhotoShop ইত্যাদি।
সলিডওয়ার্কস এর বিশেষত্ব কি?
অন্যান্য CAD Software এর সাথে SolidWorks এর মূল পার্থক্য হলো, একটি একটি 3D Modeling সফটওয়্যার। তবে এই ফিল্ডেও একের অধিক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সফটওয়্যার রয়েছে। যেমন: SketchUp, Blender, Maya, 3ds Max, Cinema 4D ইত্যাদি।
যেখানে SolidWorks একটি Mechanical Engineering নির্ভর 3D Modeling সফটওয়্যার। যেখানে আপনার প্রতিটি ডিজাইন Simulation থেকে শুরু করে Manufacturing পর্যন্ত প্রতিটি ধাপে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। তবে এই ফিল্ডেও রাজত্ব রয়েছে বেশ কিছু সফটওয়্যারের। যেমনঃ AutoCAD, Fusion 360, Inventor ইত্যাদি।
তবে অন্যান্য সকল Engineering 3D CAD সফওয়্যারের চেয়ে SolidWorks এর বেশ কিছু Special Feature রয়েছে। যা সলিড-ওয়ার্কসকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।
থ্রি-ডি ডিজাইনে নিপুণতা
সলিড-ওয়ার্কসের Parametric Designer Modular কনসেপ্ট অন্যান্য সকল CAD Software থেকে একে বহু গুণে গুণান্বিত করেছে। ডিজাইনিং এর যেকোন পর্যায়ে অবজেক্টের আকৃতি পরিবর্তন সম্ভব এবং এ সময় রিলেটেড সকল ডায়মেনশন গুলো স্ব-স্ব-রিলেশন এবং ratio বজায় রেখে মূহুর্তের ভিতর আপডেট হয়ে যাবে। আর এই বিশেষ বৈশিষ্টের কারণে যেকোন আকৃতির অবজেক্টকে আপনি খুব সহজেই অপেক্ষাকৃত ছোট বা বড় আকৃতি রূপ দিতে পারবেন।
সলিড-ওয়ার্কসের ইন-বিল্ট-এডঅন্স PhotoView 360 আপনাকে Realistic Rendering এবং এনিমেশন সুবিধা দিবে। তাই অতিরিক্ত ভাবে প্রয়োজন হবে না কোন third-party rendering সফটওয়্যারের।
ডিজাইনিং শেষে আপনি প্রতিটি অংশের জন্য নির্ভূল Mass Properties দেখতে পাবেন। ডিজাইনিং এর একটি অংশের সাথে অন্য কোন অংশ overlap করেছে কি না? সেটিও পরীক্ষা করা সম্ভব হবে। তাই কোন একটি প্রোডাক্ট Physically Manufacturing করার পূর্বেই আপনি তার সকল ভূল গুলো সম্পর্কে রিপোর্ট তৈরী করে নিতে পারবেন। ফলে আপনার সময় এবং টাকা বেঁচে যাবে বহুগুণে। পাশাপাশি Product Prototype তৈরী করার ঝামেলা থেকেও রক্ষা পেতে পারেন।
বহুল সংখ্যক ব্যবহারকারী
আপনি যখন কোন একটি Platform এ কাজ শুরু করবেন ভাবছেন, তখন এটি বিশ্লেষণ করে দেখা খুবই গুরুত্বপূর্ণ যে একই প্লাটফর্মে ব্যবহারকারীর সংখ্যা কেমন? অর্থাৎ আপনার Customer এবং Supplier উভয় একই Platform ব্যবহার করছে কি না?
কারণ যদি তা না হয়, তাহলে যে কোন পরিবর্তনের জন্য প্রতিবার আপনার মূল-ডিজাইনের বিপরীতে file translate বা কনভার্টের মত ঝামেলায় পড়তে হবে। যা ডিজাইনে error ঢুকিয়ে দেওয়া সহ অনেকাংশে আপনার মূল্যবান সময় নষ্ট করবে। এসব দিক বিবেচনায় SolidWorks অনেক এগিয়ে থাকবে। কারণ
আনালিটিক্যাল টুলস
সলিড-ওয়ার্কসের integrated Analytical Tools গুলো ব্যবহার করে যেকোন Mechanical Design এর সম্পূর্ণ physical behaviour যেমনঃ Kinematics, Dynamics, Stress, Deflection, Vibration, Temperatures ইত্যাদি পর্যবেক্ষণ করা যায়। এছাড়াও Product Data Management (PDM) এর মত কঠিন কাজগুলোও আপনি খুব সহজেই SolidWorks ব্যবহার করে ম্যানেজ করতে পারেন।
সহজ ইন্টারফেস
অন্যান্য সকল CAD সফটওয়্যারের Interface এর সাথে SolidWorks এর Interface এর একটি Basic Comparison করলেই আপনি এর intelligence সম্পর্কে একটি বিশেষ ধারণা পেয়ে যাবেন। জ্যামিতিক সকল জটিল Shape গুলোকে সলিড-ওয়ার্কস, কিছু Common Shape এ কনভার্ট করে নিয়েছে। তাই সলিড-ওয়ার্কসে যে কোন Shape Building অভিজ্ঞতা আপনাকে রিতিমত চমকে দিবে।
এছাড়াও সলিড-ওয়ার্কসের Official Tutorials গুলো আপনাকে Stress-Free করার পাশাপাশি এর Pre-Sets গুলো আপনার কাজের গাতি বাড়িয়ে দিবে হাজার গুনে।
সলিডওয়ার্কস ব্যবহারের ক্ষেত্র সমূহ
ইন্ডাস্ট্রিসঃ
- Life Sciences
- Transport & Mobility
- Aerospace & Defense
- Energy, Process, & Utilities
- Consumer Packaged Goods
প্রোফেশনঃ
- Electrical Engineers
- Mechanical Engineers
- Product Engineers
- Process & Piping Engineers
- Architects
এছাড়াও বিভিন্ন ধরণের খসড়া এবং পরিকল্পণার কাজেও সলিডওয়ার্কস ব্যবহার করা হয়।
Mechanical Engineering শিক্ষার্থীদের জন্য SolidWorks
আপনি যদি যন্ত্র প্রকৌশল বিদ্যার শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে একাডেমিক তাত্ত্বিক জ্ঞানের পাশপাশি আপনাকে ব্যবহারিক জ্ঞানের উপর গুরুত্ব দিতে হবে। আর এ কারণেই বিশ্ববিদ্যালয় গুলো শিক্ষার্থীদের internships এর ব্যবস্থা করে থাকে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে তাই আপনি SolidWorks এর মত Design এবং Analysis Software এর সাহায্য নিতে পারেন। যেখানে Detail Design এবং Concept Development বিষয়ে পরিষ্কার ধারণা লাভ করতে পারবেন।
Job Sector গুলোতে SolidWorks কতটুকু ভূমিকা রাখবে?
প্রোডাক্ট তৈরীতে বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই! প্রতিনিয়ত আমাদের দেশে গড়ে উঠছে নতুন নতুন ইন্ডাসট্রি। উদাহরণ হিসাবে WALTON এবং RFL এর কথা না বললেই নয়। এছাড়াও রয়েছে দেশ-বিদেশি অসংখ্যক RnD Firm. যেখানে SolidWorks Expert দের জন্য রয়েছে Process Engineer হিসাবে কাজ করার সুযোগ।
Freelancer দের জন্য সলিডওয়ার্কস
বর্তমান সময়ে Freelancing Website গুলোতে 3D Modeling এর জন্য রয়েছে প্রচুর চাহিদা। যেখানে প্রতিনিয়ত বিষয়ভিত্তিক Job Post গুলো রিতিমত আপনাকে অবাক করে দিবে। প্রতিনিয়ত এই সকল ওয়েব সাইটে কি ধরণের Job Post হয়, তার একটি নমুনা দেখতে এই লিংকে ভিজিট করতে পারেন। আর এ সকল কাজে নিজেদের প্রতিভা দেখিয়ে Expert হিসাবে আত্মপ্রকাশ করেছেন এমন কিছু Top Ranker দের লিষ্ট এই লিংকে পেয়ে যাবেন।
কিভাবে SolidWorks Associate Certified (CSWA) হবেন?
১৯৯৩ সালের যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত সলিড-ওয়ার্কসের ৬ মিলিয়নের বেশি একটিভ SolidWork Users রয়েছেন। যেখানে আপনার দক্ষতাকে প্রমাণ করতে হলে, বেশ কিছু Official Certified Exam এর ভিতর দিয়ে যেতে হবে। এই পরীক্ষা গুলো SolidWroks Cetification Program নামে পরিচিত। এখন পর্যন্ত প্রায় ৬০০,০০০ জন ব্যবহারকারী SolidWorks Certified হিসাবে নিজেদের নাম লিখিয়ে অর্জন করেছেন সার্টিফিকেট। এই Certification Exam গুলোকে তিনটি ক্যাটাগরি ভাগ করা হয়ে থাকে। তবে এই তিনটির ভিতর CSWP Certification টি সবচেয়ে জনপ্রিয়।
যেখানে সিএসডব্লিউপি (সার্টিফাইড সলিডওয়ার্কস প্রফেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে ৩.৫ ঘন্টার একটি অনলাইন পরীক্ষায় সর্বমোট তিনটি অংশে (মডেলিং, কনফিগারেশন এবং অ্যাসেম্বলিং) কমপক্ষে ৭৫% স্কোর অর্জনের মাধ্যমে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে।
- Certified SolidWorks Associate (CSWA)
- Certified SolidWorks Professional (CSWP)
- Certified SolidWorks Expert (CSWE)
যদি আপনি উক্ত পরীক্ষায় ব্যর্থ হোন, তাহলে ১৪ দিন পর পুণরায় পরীক্ষার ফ্রি ($99) প্রদানের মাধ্যমে আবার পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবেন।
SolidWorks Professional Certified (CSWP) পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন?
সলিডওয়ার্কসের যেকোন পরীক্ষায় পূনরায় অংশ গ্রহণের সুযোগ থাকলেও, তা মোটামুটি বেশ ব্যয়বহুল একটি পদ্ধতি। তাই পরীক্ষায় অংশ গ্রহণের পূর্বে প্রতিটি Tools সম্পর্কে ষ্পষ্ট জ্ঞান অর্জন করতে হবে। বারবার প্রাকটিস করার মাধ্যমে নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে। সলিডওয়ার্কসের উপর অনলাইন/অফলাইন ভিত্তিক বেশ কিছু দেশ-বিদেশী ট্রেনিং প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে অনেক YouTube Videos। প্রয়োজন আপনার মনোবল এবং ইচ্ছা-শক্তি।
কিভাবে জয়েন করবেন SolidWorks Training কোর্সে?
সলিডওয়ার্কস শিখতে আপনার জন্য একটিমাত্র চ্যালেঞ্জিং বিষয় হতে পারে, তা হলো PC Configuration।
- Processor : 64-bit; Intel or AMD
- RAM : 16GB or more
- Graphics : Certified cards and drivers
- Drives : SSD
যদিও উপরে থাকা system requirement গুলো Professional Works এর জন্য প্রযোজ্য হতে পারে। কিন্তু একজন beginner নিশ্চিন্তে Mid Budget এর Computer দিয়েই শেখা শুরু করতে পারেন। পরবর্তীতে নিজের কাজের গতি এবং performance এর উপর ভিত্তি করে Computer টি Upgrade করে নেওয়া যেতে পারে।
সলিডওয়ার্কস হলো এমন একটি সফটওয়্যার যা মূলত ইঞ্জিনিয়ারিং থ্রিডি ডিজাইনিং এর জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে এটি সর্বাধিক ব্যবহৃত হয় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্ম ও ফ্যাক্টরিতে, যেখানে 3D বা 2D প্রোডাক্ট ডিজাইন দৈনন্দিন কাজের অংশ, হতে পারে তা কোনো এয়ারক্রাফট বা হতে পারে Lamborghini, Ferrari সুপার কার বা খুব সাধারণ Toyota গাড়ির ডিজাইন কিংবা দরজায় ব্যবহৃত নাট বল্টু! যেকোন পণ্যের 3D বা 2D ডিজাইন করতে SolidWorks এর বিকল্প নেই!
তবে, থ্রিডিতে বিভিন্ন সহজ ও জটিল নকশা তৈরির জন্য বিশ্বব্যপী ইঞ্জিনিয়ার ও ডিজাইনারদের প্রথম পছন্দই হল সলিডওয়ার্কস।
সলিডওয়ার্কস হলো একটি Computer Aided Design (CAD) software যার প্রস্তুতকারক ও প্রকাশক হলো ড্যাজল্ট সিস্টেমস (DASSAULT SYSTEMS)। কম্পিউটারে প্রথম দিকের Computer Aided Design এর সফটওয়্যারগুলোর একটি হল SolidWorks (SW)।
১৯৯৩ সালের ডিসেম্বরে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতকধারী, জন হিরশিক ( Jon Hirschtick) সলিডওয়ার্কস কর্পোরেশন প্রতিষ্ঠিত করেন। এমআইটি ব্ল্যাকজ্যাক টিমের একজন সদস্য হিসেবে কাজ করার সময়ই তিনি এক মিলিয়ন ডলার জমান যা তিনি এই কোম্পানী প্রতিষ্ঠায় ব্যবহার করেন।
তার প্রধান উদ্দেশ্য ছিল এমন একটি সফটওয়্যার তৈরি করা, যা দিয়ে উইন্ডোজ ডেস্কটপে সহজে থ্রিডি ক্যাড ডিজাইন করা যায়। এরপর, ১৯৯৭ সালে ক্যাটিয়া ক্যাড সফটওয়্যারখ্যাত ড্যাজল্ট কোম্পানী সলিডওয়ার্কসকে ৩১০ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়।
সলিডওয়ার্কস এখন সলিডওয়ার্কসের বিভিন্ন ভার্শন বাজারজাত করছে, যার মধ্যে রয়েছে ই-ড্রয়িং, কোলাবোরেশন টুল , ড্রফটসাইট, ২ ডি ক্যাড প্রোডাক্ট। এই হল সংক্ষেপে সলিডওয়ার্কস এর ইতিবৃত্ত।